(যশোর জেলা) প্রতিনিধিঃ
যশোরের, বাঘার পাড়ায় ইঞ্জিনচালিত আলমসাধু (ভটভটি) উল্টে আজিজুল ইসলাম (১০) নামে এক শিশু নিহত হয়েছে। (২ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে যশোর টু নড়াইল সড়কের চাড়াভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল যশোর সদর উপজেলার ভায়না গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানায়, যশোর সদরের ভায়না থেকে তার বাবা ইঞ্জিনচালিত আলমসাধু(ভটভটি) চালিয়ে আজিজুল ইসলামকে নড়াইলের একটি মাদরাসায় ভর্তির জন্য নিয়ে যাচ্ছিলেন। পথে যশোর-নড়াইল সড়কের চাড়াভিটা দক্ষিণ শ্রীরামপুর এলাকায় পাওয়ার হাউজের সামনে পৌঁছালে চলন্ত একটি পিকআপ ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ছিটকে পড়ে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়।
তুলারামপুর নড়াইলের, হাইওয়ে থানার এসআই আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে নিজে নিজে উল্টে ফেলেন ইঞ্জিনচালিত আলমসাধু। এর আঘাত লেগে শিশুটির মৃত্যু হয়েছে সঙ্গে সংঘর্ষ। তিনি আরো জানান, মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।