নিজস্ব প্রতিবেদক:
সোমবার ঢাকা দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
এদিন সকালে আসামি মো. আবুল কাশেমকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক আসামির তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারে বলা হয়, সাধারণ বীমার প্রধান কার্যালয়ের শাখা-৯ নিউ মার্কেটের সাবেক ম্যানেজার ও শাখা প্রধান আবুল কাশেম অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেন। তিনি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তৈরি নথিকে আসল হিসেবে ব্যবহার করে ব্যাংক হিসাব খোলেন। তিনি ওই হিসাবে বীমা প্রিমিয়ামের টাকা জমা করে ওই টাকা থেকে ২৬ কোটি ১৪ লাখ ৯৮ হাজার ২০৩ নগদ তুলে নেন। পরে তিনি এসব অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ করেন। এসব অর্থ বৈধ করার উদ্দেশে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরও করেন। যা দণ্ডবিধি, দুদক আইন ও অর্থপাচার প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।