হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট গৃহীতাদের প্রতি দিন ই হয়রানি শিকার অনিয়মের অভিযোগ উঠে আসে।
দালাল ছাড়া পাসপোর্ট করা সম্বব হয়নি সাথে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষ কে। পাসপোর্ট অফিস কে দালাল মুক্ত করতে র্যাব ৯ সিপিসি১ (হবিগঞ্জ) এর অভিযান পরিচালনা করা হয়! রোববার (৫ সেপ্টেম্বর)২১ ইং দুপুর সারে ১১ ঘঠিকায় সোনালী ব্যাংক ও পাসপোর্ট এলাকায় আশ পাশে অভিযান চালিয়ে ৬ দালাল কে আটক করে র্যাব-৯ সিপিসি১ (হবিগঞ্জ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে অর্থদন্ড ও সাজা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন লেফটেন্যান্ট নাহিদ হাসান ও সিনিয়র এএসপি কামরুজ্জামান ইমরান হোসেন সিকান্দার মুক্তার হোসেন মাখমুদ সহ এক দল র্যাব ৯ সিপিসি১ (হবিগঞ্জ) আটককৃত দালাল দের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। ১৫দিনের সাজাপ্রাপ্তরা হচ্ছে মোঃ শিরু মিয়া, টেনু মিয়া, আব্দুর রহিম ও বাছির মিয়া। সেই সাথে মোঃ হাবিবুর রহমান বাবুলও জামাল আহমদকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা। প্রসঙ্গত- দীর্ঘদিন যাবত অভিযোগ রয়েছে এসব দালাল পাসপোর্ট অফিসের কতিপয় অসাধু কর্মকর্তাদের মাধ্যমে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল।
ফলে পাসপোর্ট করতে গিয়ে সরকারি চালান থেকে বাড়তি টাকা গুনতে হতো পাসপোর্ট গ্রহীতাদের। এর অভিযোগে পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে গিয়ে র্যাব-৯ সিপিসি ১ হবিগঞ্জ অভিযান পরিচালনা করে।