সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেণী পেশার ৪ শতাধিক মানুষের মাঝে সোনালী ব্যাংকের অর্থায়নে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে,
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ অর্থ বিতরণ করা হয়। প্রত্যককে ২ হাজার টাকা করে ৪ শ’জনকে এ সহায়তা দেয়া হয়। সোনালী ব্যাংক লিমিটেড দেশে চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় দেশব্যাপী এই সহায়তা প্রদান করছে,
সিরাজগঞ্জ সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা মো: আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহম্মদ, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস সিরাজগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল মান্নান, সহকারী জেনারেল ম্যানেজার মোঃ সাজেদুল করীম, উদয় কুমার দত্ত, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সহ করোনায় ক্ষতিগ্রস্থদের হাতে সহায়তার অর্থ তুলে দেন,
এ সময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনডিসি অনিন্দ্য গুহ, ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, রিদওয়ান আহমেদ রাফি, শিমুল আক্তার, নিশাত ফারাবি, রাশেদ হুসায়েন।
Like this:
Like Loading...
Related