করোনাভাইরাসের সংক্রমণে যখন সারা বিশ্ব কাবু তখন সিরাজগঞ্জে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মাসুদুর রহমান ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন।
দেশের প্রাকৃতিক পরিবেশ যেমন রক্ষা করা দরকার তেমনি জনগণের খাদ্য ও পুষ্টি দরকার। সে কারণেই বৃক্ষরোপণ অত্যন্ত দরকার।
এজন্য তিনি সিরাজগঞ্জ জেলা জুড়ে নিজ উদ্যোগে এক হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। গতকাল শনিবার তিনি নিজেই কার্যক্রমের উদ্বোধন করেন।
গাছ রোপন ও পরিচর্যায় করবে ‘ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ‘ও স্মার্ট বয়েজ’নামে দুটি সংগঠন।
মো. মাসুদুর রহমান উদ্যোগের বিষয়ে বলেন, প্রয়োজনে প্রতি বছর আমি কন্ট্রিবিউটের চেষ্টা করব। হয়ত আগামী বছর আমার এই জেলাতে থাকা হবে না আর যেহেতু সরকারি কর্মচারি হিসেবে এই জেলায় আমার প্রথম কর্মস্থল তাই এটি স্মৃতিময় করার জন্যে আমার এই উদ্যোগ।
আমাদের এই কর্মসূচি একটি সামাজিক আন্দোলনের মতো। এ বছর আমি এটা চালু করে দিয়ে যাচ্ছি এক হাজার গাছ রোপনের মাধ্যমে। আপনারা চাইলে প্রতি বছর বর্ষায় এক হাজার করে গাছ লাগাতে পারেন।
তিনি আরও বলেন, গাছ যে শুধু আমাদের অক্সিজেন দেয় তা নয় আমরা সবাই জানি প্রকৃতপক্ষে বৈশ্বিক উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছ বিশেষ ভূমিকাও পালন করে থাকে,
অথচ বিভিন্ন কারণে গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, যদিও সরকার বৃক্ষরোপণ এর উপর বিশেষ গুরুত্ব প্রদান করেছে। গাছের সার্বিক অবদান মূল্যায়ন করে সবার উচিত বৃক্ষরোপণে উৎসাহিত হওয়া এবং অপরকে উৎসাহিত করা,
মাটির ক্ষয় রোধ ঠেকাতে গাছ বিশেষ ভূমিকা রাখে। গাছ আমাদের জন্য যে বিশেষ ভূমিকা রাখে তার মধ্যে উল্লেখযোগ্য প্রধান একটি বিষয় হচ্ছে গাছ অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে।
গাছের অভাবে অক্সিজেন যদি দিন দিন এভাবে কমতে থাকে তাহলে একসময় কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ অতিরিক্ত হারে বেড়ে যাবে যা মানব জাতির জন্য খুবই ভয়াবহ বিষয়,
প্রতিবছর যে পরিমাণ বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে সে পরিমাণ বৃক্ষরোপণ করা হচ্ছে না যার ফলে গাছ থেকে পাওয়া বিভিন্ন উপাদানের ঘাটতি দেখা দিচ্ছে। গাছ থেকে বিভিন্ন ধরনের ঔষধ উৎপাদন হয় যা আমাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গাছের অর্থনৈতিক গুরুত্ব কতটা তা আমাদের সবারই জানা আছে সব কিছু বিবেচনা করেই এই বৃক্ষ রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে,
এদিকে জেলার অনেকেই তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। পরিবেশ রক্ষার্থে এমন কার্যক্রমকে ইতিবাচক ভাবে দেখছে তারা।
Like this:
Like Loading...
Related