সিরাজগঞ্জের মুলিবাড়িতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী এবং চৌহালীতে বন্যার পানিতে ডুবে তোয়া (৩) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম (২৯) সয়দাবাদ গ্রামের কলেজপাড়ার হামিদ জোয়াদ্দারে ছেলে। তিনি পেশায় একজন এনজিও কর্মী ছিলেন।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী ও তার স্বজনেরা জানান, কালাম মোটরসাইকেল নিয়ে শনিবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়িতে যাচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
অন্যদিকে চৌহালীতে বন্যার পানিতে ডুবে তোয়া (৩) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাষপুকুরিয়ার ইউনিয়নের কোদালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার ছবুর সিকদারের মেয়ে।
নিহতের পিতা ছবুর সিকদার বলেন, সকালে তোয়া মনি উঠানে খেলা করছিল। পরে তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ি পাশে বন্যার পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশুটিকে হাসপাতালে আনা হয়। তাৎক্ষনিক পরিক্ষা নিরিক্ষা করে দেখা যায় শিশুটির মৃত্যু হয়েছে
Like this:
Like Loading...
Related