সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পৃথক অভিযানে ২০ বোতল বিদেশী মদ ও ৪ কেজি গাঁজাসহ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পুলিশ পরিদর্শক খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি আভিযানিক দল সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় অভিযান চালায়।
এ সময় তাদের নিকট থেকে ২০ বোতল বিদেশী মদ সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন কুমিল্লা মুরাদনগর থানার শুশুন্ডা নয়াকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী জাহানারা বেগম (২৮)।
একইদিন ভোরে এস আই আরিফুল ইসলাম ও এস আই লিটন কুমার সাহার নেতৃত্বে সিরাজগঞ্জ কড্ডার মোড় এলাকায় আরেকটি পৃথক অভিযান চালানো হয়।এ সময় তাদের নিকট থেকে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার দড়িবট গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে কামাল মিয়া (৪৫)।
পরে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Like this:
Like Loading...
Related