সিরাজগঞ্জে আবারো বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি!!
সেলিম রেজা ষ্টাফ রিপোর্টারঃ
/ ১১৫
বার পঠিত
আপডেট :
শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ২:২৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জ যমুনার নদীর এক অংশ।
সিরাজগঞ্জে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে আবারো বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। পঞ্চম দফায় পানি বৃদ্ধির ফলে বন্যার আতংক দেখা দিয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের মাঝে,
শনিবার (১৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৯৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, একই সময়ে কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টেও যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন,
এদিকে যমুনায় পানি বাড়ায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলের নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে পড়েছে।
বসতবাড়িতে পানি উঠে পড়ায় বিপাকে পড়েছেন এ সমস্ত এলাকার জনসাধারণ, বিস্তীর্ণ ফসলি জমির বীজতলা, তিল ও পাটসহ বিভিন্ন শাক-সবজি বাগান পানিতে তলিয়ে গেছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকেরা।