★★সবাই তো মোড়া জাতভাই ★★
ডাঃ মোঃ ফিরোজুল ইসলা
তোমাদের চেয়ে মন্দ কি আর
আমি ও আছি বেশ ।
তোমরা বেরাও রিজার্ভ কারে
আমি না-হয় সেটুকু পথ
হেঁটেই করি শেষ।
তোমাদের চেয়ে মন্দ কি আর
তাইতো আমি বেশ ।।
তোমরা না হয় টাকা ওয়ালা
তাই খরচের নেই শেষ
টিকেট কেটে প্লেনে চড়ে
ভ্রমন কারো দেশ ।।
হতে পারি আমি ক্ষুদ্র অনেক
তবুও আমি বেশ ।।
ইচ্ছে করলে আমি ও পারি
রাখতে ধরে হাতের মুঠোয় দেশ।
ইচ্ছে মতো মোবাইল ফোনে
দেখে করতে শেষ ।।
তোমাদের চেয়ে মন্দ কি আর
তাই তো আমি বেশ ।।
যারাই করে এ যুগেতে
কোটি টাকার কাড়বার।
মোবাইল তাদের রাতেও আন
জেগেই রাত্রী পার।।
দুঃসংবাদ যেন কখন আসে
কোথায় থেকে কার ।।
গরীবের অ-তো পুঁজি নেই
তাই চিন্তারও নেই লেশ
দিন আনে দিন খায়
পেটে পুরলেই শেষ ।।
ওদের মাঝে আমি ও একজন
তাইতো আমি বেশ ।।
ধনী গরীব ভেদ কি বলো
সবাই তো মোড়া জাতভাই ।
মানব জনম তবেই স্বার্থক
সবাই আপন সবাই ভাই
এই শ্লোগান দিয়ে যদি
একসাথে আগাই ।।