কলমে-ডাঃ মোঃ ফিরোজুল ইসলাম।
রোবট
ডাঃ মোঃ ফিরোজুল ইসলাম
আলসে মিঞা ভয় পেয়ো না
কাজের কথা আর
কেউ কবে না ।
এটাতো নয় মধ্য যুগ।
এটা যে বৈজ্ঞানিক যুগ ।
মোদের জন্য এনেছে সুখ ।।
কাল থেকে আর নেই ভাবনা
তাই হাত পা রেখ গুটে
রিমোট টিপলে দেখবে যেন
কাজ করবে সে লুটে ।।
রিমোট যাহার থাকবে হাতে
সেই হবে তার প্রোভূ
হুকুম করলেই সে পালন করবে
তার অবাধ্য হবেনা কভু ।।
অলস হয়ে যে বসে থাকেনা
কাজ করে যে ঝটপট
বৈজ্ঞানী তারে তৈরি করেই
তার নাম দিয়েছেন রোবট ।।