রাজশাহী হসপিটালে আজ করোনা ভাইরাসে প্রাণ হারান চারজন। এদের মধ্যে একজন ছিল করোনা আক্রান্ত ও বাকি তিনজনের ছিল করণার উপসর্গ। রেডজন, ইয়েলোজন ছাড়াও বিভিন্ন জেলায় বাড়ছে করোনা আক্রান্ত রুগীর সংখ্যা তবুও সাধারণ মানুষের মধ্যে নেই সচেতনতার ছিটেফোঁটা।হাটবাজারে ও বিভিন্ন লোকালয়ে মানুষের অবাধ মেলামেশা ও মাস্ক না ব্যাবহার করাকেই দুষছেন অভিজ্ঞ চিকিৎসকরা।তারা জানান অমিক্রনে মৃত্যুর হার কম থাকলেও অধিক মাত্রায় আক্রান্ত করে এই ভারিয়েনট আর অধিক মাত্রায় আক্রান্ত হলে মৃত্যুর হারও বাড়বে। এছাড়াও রাজশাহী বিভাগের বিভিন্ন গ্রামে ঘুরে দেখলাম শতকরা ৩০% মানুষ ঠান্ডা ও জরে আক্রান্ত এসব গ্রামের মানুষ টেস্ট না করার কারণে জানা যাচ্ছে না এটা আসলে করোনা না অন্য কিছু।গ্রামের মানুষ সচেতন না থাকার কারনে অতিদ্রুত ছড়িয়ে পড়ছে এসব ঠান্ডা জর।