মোটর সাইকেল ভেঙে চুরমার হয়ে গেছে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর নামক স্থানে বিকালে মোটরসাইকেল নিয়ে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় চলন্ত ট্রেনের সাথে সংঘর্ষ হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও মোটরসাইকেলটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। ওই দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, বিকালে মোটর সাইকেল নিয়ে দুই যুবক কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হেটে যাচ্ছিলেন। এ সময় রেললাইনের গেটম্যান তাদের নিষেধ করলেও তারা তা শোনেননি। হঠাৎ কালীগঞ্জ থেকে যশোর গামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের আলো দেখে মোটরসাইকেল ট্রেন লাইনের উপর রেখেই তারা পালিয়ে যায়। চলন্ত ট্রেন মোটর সাইকেলটি অনেক দূরে নিয়ে গিয়ে থামে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো: আসাদুজ্জামান। তিনি জানান, এ ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিকই আছে।