বাস উল্টে নিহত-১আহত-১০
যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় যশোর-নড়াইল মহাসড়কে বাসের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১ জন নিহত ও আহত হয়েছে ১০ জন।
আহতদের মধ্যে একজন উপজেলা যুবদলের সদস্য বাকি ৯জন অন্যান্য এলাকার।নড়াইল থেকে যশোর যাওয়ার পথে গাড়ীর একটি চাকা ব্লাস্ট হয়ে যায়,কিছুদুর গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ঢাক্কা খেয়ে উল্টে যায় এবং গাড়ীর ড্রাইভার গাড়ীর নিছে পড়ে গুরুতর হয়ে পড়ে।
এবং তাকে দাতপুরের কিছু লোক জরুরী উদ্ধার করে ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়,সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবং আহত ১০ জনের মধ্যে ৪ জন যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন,আর বাকী ৬ জন বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন