তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার সাবেক সংগ্রামী সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হক গতকাল রোববার মোটরসাইকেল এক্সিডেন্ট করে গুরুতর ভাবে আহত।
জানা যায় দুর্ঘটনার কবলে থেকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় কিন্তু তার পায়ের হাড় ভেঙ্গে যাওয়ায় তাকে বগুড়ার জিয়া মেডিকেল সরকারি কলেজ হসপিটালে ভর্তি করা হয়।
তার অবস্থা কিছুটা উন্নতি হলে আস্তে আস্তে সকল নেতাকর্মীদের সাথে কথা বলছেন। তার অবস্থা দেখার জন্য তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের উপচে পড়া ভিড়।
দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সঞ্জিত কুমার কর্মকার,সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক এস.আলম,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোছাঃ মনোয়ারা খাতুন মিনি,তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মনিরুজ্জামান মনি,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান,তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ সিরাজ সরকার,ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সবাই দ্রুত সুস্থতা কামনা করেন আল্লাহর নিকট।
আহত সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতী ও সাঃ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক সকলের ভালোবাসা পেয়ে মুগ্ধ হন এবং সবার কাছে দোয়া চায় দ্রুত সুস্থ হওয়ার জন্য।