লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে ৩০ বছর বয়সী এক নারীর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ি এলাকার নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, নদীতে ডুবে ওই নারী মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার পরিচয়ও মেলেনি। কোথা থেকে লাশটি ভেসে এসেছে তাও বলা যাচ্ছে না। লাশটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।