তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জ ৬৪-৩ আসনের মাননীয় এমপি মহোদয় ডাক্তার আব্দুল আজিজ (রায়গঞ্জ তাড়াশ সলঙ্গার) অসহায় দুস্থ ছিন্নমূল কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি চালু করেন একযোগে গতকাল তাড়াশ উপজেলা বিভিন্ন পয়েন্টে তার পক্ষে দুস্থ অসহায় ছিন্নমূল কর্মহীন মানুষদের মাঝে খাদ্য বিতরণ করেন তাড়াশ উপজেলার বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ এমপি মহোদয়ের বিশ্বস্ত তাড়াশ উপজেলার সন্তান (অব: সেনা সদস্য) সাধারণ সম্পাদক জাতীয় চার নেতা পরিষদ তাড়াশ উপজেলা শাখা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী মো: সিরাজ সরকার (অব: সেনা সদস্য) গতকাল তাড়াশ ডিগ্রী কলেজ চত্বর তাড়াশ পৌর বাজারের বিভিন্ন পয়েন্টে এবং আশে পাশের গ্রামগুলোতে অসহায় ছিন্নমূল কর্মহীন মানুষের মাঝে এমপি মহোদয়ের পক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি সফল করার লক্ষে এক প্রান্ত হতে আরেক প্রান্ত ছুটে দৌড়াচ্ছেন।
(অব: সেনা সদস্য) মো: সিরাজ সরকার দৈনিক বাংলার আলো ২৪ কে জানান আমি আগেও দেশের জন্য সৈনিক হিসেবে কাজ করেছি এখনো করে যাচ্ছি আগামীতেও করে যাব তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের জন্য আমি সর্বদা প্রস্তুত আছি এবং আমার তাড়াশ উপজলা আ”যুবলীগের ভাই বোনদের বলতে চাই এই মহামারী প্রাদুর্ভাব এর মধ্যে আপনারা ঘরে থাকবেন বিনা প্রয়োজনে বাইরে যাবেন না এবং মাস্ক বাইরে নির্ধারিত এই যুদ্ধে প্রধান অস্ত্র মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি করোনার সাথে যুদ্ধ করি জয় আমাদের হবেই ইনশেআল্লাহ্।