★★বেড়াতে আসিও আমার বাড়ি ★★
ডাঃ মোঃ ফিরোজুল ইসলাম
দেখা হলো কথা হলো
বিদায় যে চায় এবার
সময় ঘড়ি।
ঠিকানা রাখিও আমার
মনেতে ধরি।
বেড়াতে আসিও আমার
গ্রামের বাড়ি ।।
চলনবিল আমি বসত করি
যেওনা যেন পায়ে আলতা পরি।
তোমার চরণ ধোয়াবে পথে
বিল খোলসা গাড়ী ।।
পার হয়ে পাবে না কোনো
চাকার গাড়ি ।
দেখবে বাধা জেলের
নৌকার সারি ।
আসিয়ো তুমি ঐ পথটা ধরি ।।
আবার খরচা করো না যেন
মাছে পয়সা কড়ি।
খাওয়াবো তোমায় বিলের
বড় শোল মাছ ধরি।।
সাবধানে হেঁটে এসো
ফসলের ক্ষেতের
আঁকাবাকা আইল।
চরণে মারিলে ফসল
খাবে কৃষকের গাইল।।
সামনে দেখতে পাবে
দু শিরা পথ
দেখবে চলিতে মেষের গাড়ি
আর ঘোড়া টানা রথ ।।
সখের বসে আবার
চড়িয়ো না রথে।
সে যে যাবে আমার বাড়ির
বিপরীত পথে ।।
দেখবে যেপথ ডানে
নেমে যেতে
সে পথ গিয়েছে ঐ
খেয়া ঘাটেতে ।।
বামের পথে দেখবে খেলতে
সারস আর ময়না।
ভূলেও যেন তাদের কাছে
পথের হদিস করোনা ।।
ওরা পাঠাবে তোমায়
সোজা গলিতে
কিন্তু পারবেনা সে পথে
তুমি একা চলিতে ।।
বেতবনের মায়াকাঁটা
যদি তোমায়
না চায় ছাড়িতে ।।
সামনে এগিয়ে আর
তাকিয়ো না পিছু
বাঁশ বাগানের পথে হেটো
মাথা করে নীচু ।।
বাঁশ বাগান পেড়িয়ে তুমি
দেখিবে আমায়।
শাপলার মালা হাতে
দাঁড়িয়ে রয়েছি আমি
পরাইতে তোমায় ।।