নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে ১৫ বছরের দুই কিশোরীর ছবি তোলা নিয়ে বাবা-ছেলেসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব মধুপুর গ্রামের চুঙ্গারপোল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- উপজেলার গোলাপুর ইউনিয়নের মির্জা নগর গ্রামের কালা মিয়ার ছেলে মো. বেচু মিয়া ও তার কিশোর ছেলে মো. নূর নবী এবং মধুপুর গ্রামের আব্দুর রবের ছেলে মো. হাসান।
আহতরা হলেন- একই গ্রামের আবুল খায়েরের ছেলে আবুল হোসেন, মধুপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন ও আবুল।
স্থানীয়রা জানায়, ঈদের দ্বিতীয় দিন বিকেলে সাজগোজ করে বাড়ির পাশে ঘুরতে বের হন পূর্ব মধুপুর গ্রামের দুই কিশোরী। এ সময় তাদের ছবি তোলার চেষ্টা করছিলেন পশ্চিম মধুপুর গ্রামের বখাটে যুবকরা। বিষয়টি পূর্ব মধুপুরের কয়েকজনের নজরে এলে ছবি তুলতে বারণ করেন।
এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভুক্তভোগী কিশোরীরা বাড়িতে গিয়ে বিষয়টি স্বজনদের জানান। পরে তারাও অভিযুক্তদের শাসিয়ে যান। এরপর সন্ধ্যার দিকে পশ্চিম মধুপুরের বখাটে কালু, বিজয়, শাকিল, বাহারের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল পূর্ব মধুপুর গ্রামে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে দুই পথচারীসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মো. রুহুল আমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গুলিবিদ্ধ তিনজন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।