দিনাজপুর বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ও বিজয় টিভি বিরামপুর প্রতিনিধি সাংবাদিক শাহীনুর আলম শাহিন ভাই (২৮শে আগস্ট)
গত শনিবার জয়নগর নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুত্বর আঘাত পাওয়ায় প্রথমে ডক্টরস ক্লিনিক রংপুরে চিকিৎসাধীন অবস্থায় (২৯শে আগস্ট) গতকাল সোমবার পরিবারের সদস্যদদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকা নিউরো সাইন্স হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শাহিন ভাইয়ের জন্য তাঁর পরিবার ও বিরামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে শাহীনুর আলম শাহীন ভাইয়ের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, (২৮ আগস্ট) গত শনিবার সকালে সাংবাদিক শাহীনুর আলম ভাই মোটর সাইকেল যোগে বিরামপুর থেকে দিনাজপুর যাওয়ার পথে বিরামপুর-ফুলবাড়ী সড়কের জয়নগর বাজারে এ দূর্ঘটনাটি ঘটে।
বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করেছে,এখন পর্যন্ত তার স্বাভাবিক কোন প্রকার জ্ঞান আসে নাই বলে জানা যায়।।