বিরামপুরে আত্মহত্যার প্ররোচণার মামলায় কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন
সফিকুল ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
/ ১৪৭
বার পঠিত
আপডেট :
মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ৮:০৭ অপরাহ্ণ
বিরামপুরে গৃহবধূর মরদেহ উত্তোলন।
দিনাজপুরের বিরামপুরে গৃহবধূকে আত্মহত্যার প্ররোচণা ও আলামত গোপনের মামলায় আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়। মামলা সূএে জানা জায়,গত ২৫ আগস্ট উপজেলার কাটলা ইউনিয়নের পলি খিয়ার মামুদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী জেসমিন আরা বিষপানে আত্মহত্যা করার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন ছাড়াই তড়িঘড়ি করে লাশ দাফন করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি উত্তোলন করা হয়। পুলিশ জানায়,ময়নাতদন্তের রির্পোটের পর বিস্তারিত জানা যাবে।
জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন কিন্তু যুদ্ধ করেননি:প্রধানমন্ত্রী এ সময় বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম ওহিদুন নবী,ওসি সুমন কুমার মহন্ত,ওসি (তদন্ত) মতিয়ার রহমান,এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাজাহান সিরাজসহ অনেকে উপস্থিত ছিলেন ।