ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের সি এন্ড বি ঘাট সংলগ্ন ভানু ফকিরের ডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ শিক্ষক আজমল হোসেন ও আলমগীর হোসেনের সন্ধান শনিবার দুপুর পর্যন্ত পাওয়া যায়নি।
ঘটনা স্থল পরিদর্শনে যান ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম (সেবা)। জানা যায়, বুধবার সন্ধ্যায় ফরিদপুর জেলা শহরস্থ বিভিন্ন হাইস্কুলের ১৫ জন শিক্ষক একত্রে একটি ট্রলার নিয়ে ভ্রমণ করতে যায়।
ভ্রমণ শেষে তারা আনুমানিক বিকাল পাঁচটায় সি এন্ড বি ঘাটে ট্রলার থেকে নামার প্রাক্কালে ট্রলারটি ঘাটের পল্টুনের সাথে ধাক্কা খেয়ে নদীতে ডুবে যায়।
এ সময় পার্শ্ববর্তী জেলেরা এসে ট্রলারের মাঝিসহ ১৩ জন শিক্ষককে জীবিত উদ্ধার করলেও দু’ জন শিক্ষক নিখোঁজ হয়। নিখোঁজ শিক্ষক ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন এবং সারদা সুন্দরী হাইস্কুলের সহকারী শিক্ষক আজমল হোসেন।
প্রতিদিনই নিখোঁজ দুই শিক্ষকের স্বজনরা ফরিদপুর সি এন্ড বি ঘাট থেকে বিভিন্ন নৌ যানে ঘুরে সন্ধান করছে তাদের।