নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুটি স্থান থেকে এক তরুণ ও এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ফতুল্লার ভুইগড় সর্দার বাড়ি ও কায়েমপুর ফকির নিটওয়্যার লিমিটেডের সামনের খাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত তরুণীর নাম রীনা। তিনি শেরপুরের নকলা থানার মোমিনাকান্দা গ্রামের ফারুক মিয়ার মেয়ে। তার পাঁচ বছর বয়সী একটি মেয়ে আছে। ওই তরুণের পরিচয় পাওয়া যায়নি। দুটি লাশই ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন রীনা। পরিবার সূত্রে জানা গেছে- ছয় মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন।
ওসি আরো জানান, কায়েমপুর ফকির নিটওয়্যার লিমিটেডের ৩ নম্বর গেট সংলগ্ন খালের পানি থেকে ওই যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।