পটুয়াখালীর পায়রা বন্দরের জন্য অধিগ্রহণকৃত বাড়ি ঘর ও গাছ পালার ক্ষতি পূরন বাবত ছ আনি পাড়ার ৬ রাখাইন পরিবারের মাঝে ৯১ লক্ষ ৪৭ হাজার টাকার চেক হস্তান্তর করেন পটুয়াখালীর জেলা প্রশাসক জনাব মোঃ কামাল হোসেন।
আজ দুপুর ১২ ঘটিকায় তার নিজ কার্যালায় চেক হস্তান্তর করেন।এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব জিএম সরফারাজ জেলা ভুমি অধিগ্রহণ কর্মকর্তা আল এমরান ও প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।
যে ৬টি পরিবারের মধ্যে চেক হস্তান্তর করা হয় তারা হলেন ইয়াংসি মাতুব্বর, তিনি প্রাপ্ত হলেন ১২ লাখ ৪১ হাজার,চিংদামো ১৯ লাখ ৯২ হাজার মংমাচিন ২৬ লাখ৪৫ হাজার,লাব মং মাতুব্বর ৭ লাখ ৬৫ হাজার মাংচো মাতুব্বর রাখাইন ৬ লাখ ৫১ হাজার ও লাচিংমো১৮ লাখ ৪৫ হাজার টাকা।চিংদামো রাখাইন মুক্তি টিভি প্রতিনিধি কে জানান যে তারা তাদের বসত বাড়ি ছ আনি পাড়া ছেড়ে কলাপারা উপজেলার মিঠা গঞ্জ ইউনিয়নের ছোট বালিয়াতলির রাখাইন পাড়ায় চলে যাবে।
যাতে তারা তাদের ধর্মীয় রী,তি নীতি সুষ্ঠু ভাবে পালন করতে পারেন।জেলা, প্রশাসক জনাব কামাল হোসেন বলেন পায়ারা বন্দর কর্তৃক ভুমি অধিগ্রহণ করা ব্যক্তিদের অতি দ্রুত পুনর্বাসন করা হবে।