নড়াইল থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বিভাগীয় নেতা মো. রাসেল শেখ ওরফে সালমানকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ সদস্যরা। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে নড়াইল সদর উপজেলার তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল শেখ আউড়িয়া ইউনিয়নের তালতলা গ্রামের মো. রবিউল শেখ রবির ছেলে। সোমবার রাতে র্যাব-৬ খুলনা সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।