নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে অক্সিজেন না থাকায় করোনাভাইরাসে আক্রান্ত এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভাঙচুর চালিয়েছে মৃতের স্বজনরা।
মঙ্গলবার দুপুরে মাইজদীকোর্টের ১২০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৩ জুলাই ওই নারী করোনা পজিটিভ হয়ে নোয়াখালীর কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের সমন্বয়ক ডা. নিরুপম দাস বলেন, অক্সিজেনের কোনো অভাব ছিল না। মৃতের স্বজনেরা অযথা উত্তেজিত হয়ে আইসিইউতে থাকা ভেন্টিলেটরসহ ৫-৬টি মেশিন ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুরের কারণে করোনা রোগীদের চিকিৎসা ব্যাহত হবে। আগামী এক মাস গুরুতর করোনা রোগীকে আইসিইউ সেবা দেওয়া সহজ হবে না।
নোয়াখালীর সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার জানান, হাসপাতালে অক্সিজেনের কোনো অভাব ছিল না। আগে থেকেই ওই রোগীর অবস্থা খারাপ ছিল।
সুধারাম থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ যাওয়ার আগেই ভাঙচুরকারীরা লাশ নিয়ে পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।