রায়হান হোসেন উপজেলা প্রতিনিধি (নলডাঙ্গা, নাটোর)
/ ২০১
বার পঠিত
আপডেট :
মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ৯:৫৩ অপরাহ্ণ
নাটোর বিট পুলিশং মতবিনিময় সভা অনুষ্ঠিত।
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়ায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় নলডাঙ্গা থানা পুলিশের আয়োজনে ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ তৌহিদুর রহমান লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর সেলিম মাষ্টার, সাধারণ সম্পাদক মীর লোকমান হাকিম, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, সিদ্দিকুর রহমান, আকরাম হোসেন শিমুল প্রমুখ।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, পুলিশ জনগণের বন্ধু ও সেবক। আপনারা কোনো দালালের আশ্রয় নিবেন না। সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করবেন। আপনাদের যে কোনো সমস্যা হলে পুলিশের কাছে আসুন আমরা সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা করব। আপনাদের যে কোনো বিপদে আপদে নলডাঙ্গা থানা পুলিশ সর্বদা আপনাদের পাশে থাকবে।