ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ কাজল মুন্সি।
বহুল আলোচিত দৈনিক বাংলার আলো টুয়েন্টিফোরে ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন, হিমছড়ি প্রকাশনীর সাধারণ সম্পাদক,BVC বাংলা TV সম্পাদক, ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলার খালকুলা গ্রামের মোঃ কাজল মুন্সি পিতা-মোঃ আব্দুল মজিদ মুন্সি NID-NO-678 989 9067আমরা তাকে আগামী ৩১/১২/২০২১ইং তারিখ পর্যন্ত অবনৈতিক বেতনে ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ করা হলো।
সরকারি বিধি বিধান মেনে দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে কাজ করার আহ্বান জানাচ্ছি এবং দৈনিক বাংলার আলো টুয়েন্টিফোর এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা রইল আগামী দিনের জন্য।
শর্ত: কনো প্রকার দেশবিরোধী কাজে লিপ্ত বা পত্রিকার মান খুন্য করা হলে আমরা সাথে সাথে বহিস্কার করিতে বাধ্য থাকিব ও আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকিবো।
শুভেচ্ছান্তে ,
সম্পাদক ও প্রকাশক
দৈনিক বাংলার আলো ২৪ ডটকম।