নিজস্ব প্রতিবেদকঃ
দেশব্যাপী টিকা দেওয়ার জন্য চলমান কার্যক্রম আরো দ্রুত বাড়ানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বুধবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মন্ত্রী।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট থেকে টিকা নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তি বাহিরে চলাফেরার ক্ষেত্রে শাস্তির মুখে পড়বেন বলে যে, সিদ্ধান্ত নেয়া হয়েছিলো, তা প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, সিদ্ধান্তটি প্রত্যাহার করার পর আমার দেওয়া বক্তব্যটি সংশোধন করা হয়েছে দেশব্যাপী আরো টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে, তারপর টিকা ছাড়া চলাফেরায় শাস্তির সিদ্ধান্ত পর্যায়ক্রমে ভেবে দেওয়া হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, টিকা ছাড়া চলাচলের ক্ষেত্রে কবে থেকে শাস্তি আরোপ করা হবে, সেই তারিখ আমরা পরে জানাবো যখন সবাইকে টিকা দেওয়ার সক্ষমতা অর্জিত হবে, তখন এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।