ঢাকায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে বেনাপোলের বহুল আলোচিত দু’শতাকিধ অস্ত্র বিকিকিনির হোতা আকুলসহ চক্রের পাঁচ সদস্য আটক হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন- আকুল হোসেন, ইলিয়াস হোসেন, আব্দুল আজিম, ফারুক হোসেন এবং ফজলুর রহমান। তারা সবাই যশোর জেলার বেনাপোল এবং শার্শা থানা অধিবাসী। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর মিরপুর, দারুস সালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেটকার, আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও আটটি গুলি জব্দ করা হয়।