জয়পুরহাট ক্ষেতলাল থানা পুলিশের সহযোগিতায় দীর্ঘ ২৩ বছর পর বাড়ী ফিরলেন আবু তালেব নামের এক ব্যাক্তি। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কবুতর খোলা এলাকা থেকে নিখোঁজ হন তিনি।
গত ২৭ জুলাই ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ্য অবস্থায় ভর্তি হলে হাসপাতালের চিকিৎসক নিখোঁজ হওয়ার বিষয়টি ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব নৃরেন্দ্র নাথ মন্ডলকে জানান।
তিনি তার আত্মীদের সাথে যোগাযোগ করেন।গত কাল০২-০৮-২০২১ খ্রিঃ আবু তালেবের ভাগিনা মোস্তাফিজুর রহমান এবং বেলাল হোসেন এর নিকট হস্তান্তর করেন।