রেজওয়ান আলী (স্টাফ রিপোর্টার) বিরামপুর দিনাজপুর প্রতিনিধি|
বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দেশের সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছিল,মন্তব্য করে বলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিএনপির ধারণা ছিল কমিউনিটি ক্লিনিক চালু থাকলে জনগণ নৌকা মার্কা তথা আওয়ামী লীগকে সমর্থনে ভোট দিবে। কিন্তু ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি-জামায়াত সরকার রাজনৈতিক হীন উদ্দেশ্যে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল।
এতে করে দেশের মানুষ প্রাথমিক ভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছে। তিনি আরও বলেন,২০০৯ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এসে বন্ধ কমিউনিটি ক্লিনিকগুলো চালু করার উদ্যোগ গ্রহণ করেন। বর্তমান সরকারের আমলে দেশের সব ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিশেষ করে স্বাস্থ্য খাতে উন্নয়নের ছোঁয়া বেশি লেগেছে। এ সকল উন্নয়ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায়। ৭ই (আগস্ট) ২০২১ শনিবার বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে নব নির্মিত মরিচা কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধনকালে মনোরঞ্জন শীল গোপাল এমপি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন,থানার ওসি আব্দুল মতিন প্রধান,মরিচা ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল প্রমুখ। এর আগে সারাদেশে ন্যায় বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদের আয়োজনে মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণটিকাদান কর্মসুচির উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি বলে জানা যায়।।