দিনাজপুর বিরামপুরে মাদকদ্রব্য সেবন করার দায়ে ২ জনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
জানা যায় যে,২৩শে (আগষ্ট) ২০২১ বিরামপুর থানা পুলিশ এবং বিরামপুর উপজেলা প্রশাসন যৌথভাবে বিরামপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে মাদক সেবন করার দায়ে উপজেলার কৃষ্ণচাঁদপুর মহল্লার মৃত হাকিমুদ্দিনের ছেলে (১) মোঃ চান মিয়া (৫০),মূলে ০৩ (তিন ) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। যার-মোবাইল কোর্ট মামলা নং-৮২৯/২১,টাটকপুর মহল্লার আব্দুল খালেকের ছেলে (২) মোঃ ইব্রাহিম আলী (৪০),মূলে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
যার-মোবাইল কোর্ট মামলা নং-৮৩০/২১এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর থানার অফিসার্স ইনচার্জ জনাব সুমন কুমার মহন্ত জানান বিরামপুর উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে জানান।।