দিনাজপুর নশিপুরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা
ফজিলাতুন্নেছা ও ১৫ই (আগস্টে) নিহত সকল শহীদদের
স্মরণে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)
দিনাজপুরের যুগ্ম পরিচালক (সার) দপ্তরের আয়োজনে
আলোচনা সভা,দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ করা হয়।
দিবসটি উপলক্ষে রবিবার (১৫আগস্ট) দুপুরে দিনাজপুর
সদরের নশিপুর সার গুদামে দিনব্যাপী কর্মসূচী পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর বিএডিসি দপ্তরের যুগ্ম
পরিচালক (সার) মোবাশ্বের আলম,সহকারী পরিচালক
মোজাম্মেল হক,উপ-পরিচালক মোজাফফর হোসেন,
নশিপুর সার গুদামের ভান্ডার রক্ষক আকতারুল ইসলাম ও
শ্রমিক নেতা মামুন ইসলাম সহ প্রমূখ গন উপস্থিত ছিলেন।