দিনাজপুর ঘোড়াঘাটে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। উক্ত জব্দ করা একটি মোটরসাইকেল ও ৪০পিচ ইয়াবা ট্যাবলেট।
রবিবার (০৯ আগষ্ট) রাতে উপজেলার মগলিশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) দুলু মিয়া বাদী হয়ে আটক যুবক সহ পলাতক আরেক ব্যক্তির নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
আটক যুবক হলেন,উপজেলার শেফালীপাড়া গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে সাবু মিয়া (২৭)। উক্ত মামলার বাদী এসআই দুলু মিয়া এ বিষয়ে জানান,সিংড়া ইউপির মগলিশপুর,ভর্ণাপাড়া সড়কে ইয়াবা বিক্রি করছে কয়েকজন ব্যক্তি এৃন অবস্থায়,ঘটনাস্থলে তারা উপস্থিত হলে কয়েকজন ব্যক্তি দৌঁড়িয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ একজনকে আটক করে তল্লাশী চালালে তার পকেটে একটি কৌটা থেকে ইয়াবা উদ্ধার হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন,আটক কৃত ব্যক্তিকে সোমবার সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের সহিত কোন আপোষ নাই,মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান।