দিনাজপুর খানসামা উপজেলার পশ্চিম গোবিন্দপুর আত্রাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লতিফুর রহমানের বিরুদ্ধে নির্মাণ শ্রমিককে মারধরের ইউএনও বরাবর অভিযোগ করেন শ্রমিক। জানা যায় যে,উক্ত বিদ্যালয় সীমানা প্রাচীর ও প্রধান গেট নির্মাণ কাজকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে।
উক্ত ঘটনায় ভুক্তভোগী নির্মাণ শ্রমিক সাদ্দাম হোসেন ঐ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে খানসামা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন বলে জানা যায়। উক্ত অভিযোগ সূত্রে জানা যায় যে,পশ্চিম গোবিন্দপুর আত্রাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর ও প্রধান গেটের কাজের মান নিয়ে অভিযুক্ত শিক্ষক ও এলাকাবাসী নির্মাণ শ্রমিকদের মাঝে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়।
ৎউক্ত তর্কের ঘটনাটি মোবাইলে ভিডিও ধারন করার অজুহাতে শ্রমিক সাদ্দামকে ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লতিফুর রহমান মারধর করে থাকেন। বিষয়টি অন্যের উপর দ্বায় চাপিয়ে অভিযুক্ত সহকারী শিক্ষক লতিফুর রহমান বলেন,আমি সহ এলাকার লোকজন নিম্নমানের কাজ হওয়ায় কাজ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু ঠিকাদারের লোকজন জোর করে কাজ করায় তা বাঁধা দিতে গেলে এমন ঘটনা ঘটে। খানসামা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাকিম চৌধুরী ও সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম শ্রমিক সাদ্দাম হোসেনকে মারধরের সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
পশ্চিম গোবিন্দপুর আত্রাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন,অভিযুক্ত শিক্ষক শ্রমিককে মারধরের ঘটনাটি নিঃসন্দেহে একটি খারাপ কাজ হয়েছে। উচিৎ ছিল আমাকে কিংবা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো। কিন্তু তিনি তাহা করেন নাই। এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও উক্ত প্রতিষ্ঠানের সভাপতি (এডহক) সাখাওয়াত হোসেন বলেন,ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ঘটনাটি শুনেছি। এই ঘটনার সাথে যদি ঐ শিক্ষক জড়িত থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। শ্রমিককে মারধরের ঘটনায় তদন্ত করে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানা যায়।।