দিনাজপুর কাহারোলে মৎস্য খাতে সমৃদ্ধির সূচনা করেছেন বঙ্গবন্ধু এমন মন্তব্য করেন বলেন-সাংসদ মনোরঞ্জন শীল গোপাল।
জানা যায় যে,দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন,বাংলাদেশের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস হলো মাছ। কৃষি নির্ভর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বিষয়টি অনুধাবন করেই স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন-মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ’।
বঙ্গবন্ধুর হাত ধরেই দেশের মৎস্য খাতে সমৃদ্ধির সূচনা। এ কারণে বর্তমান সরকারের আমলে মৎস্য খাতে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তাই মাছের উৎপাদনে পরিপূর্ণতা এসেছে। এখন কোথাও মাছের সংকট নাই।
যে পরিমাণ মাছ আমাদের প্রয়োজন,তার চেয়ে বেশি উৎপন্ন হচ্ছে। ২৯শে (আগস্ট ২০২১ রোববার) বিকেলে কাহারোল উপজেলা মৎস দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনা মাছ অবমুক্তকরনে পূর্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার,উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক,জেলা মৎস কর্মকর্তাসহকারী কমিশনার (ভুমি) মীর মো.আল কামাহ তমাল,কাহারোল থানার ওসি রইস উদ্দীন,উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো.আবুল কালাম আজাদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার প্রমুখ।
এর আগে গুড নেইবারস্ বাংলাদেশ, বীরগঞ্জ সিডিপির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুজয় চক্রবর্ত্তী হাতে এমপি মনোরঞ্জন শীল গোপাল ১০টি রোগীর বিছানা,২টি স্যাম্পল কালেকশন বুথ,৫শ মাস্ক,১০টি পালস্ অক্সি মিটার,৩টি ইসফ্রারেড থার্মোমিটার প্রদান করেন।