পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরে টাকা চেয়ে না পেয়ে অভিমানে সিলিং ফ্যানের সঙ্গে মায়ের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্র।
রোববার রাত ১১টার দিকে মহিপুর থানাধীন মৎস্য বন্দর আলীপুরে এ ঘটনা ঘটে। মৃত কলেজছাত্রের নাম সোহাগ।
পুলিশ জানায়, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে উঠে গিয়ে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন সোহাগ। এরপর সিলিং ফ্যানের সঙ্গে মায়ের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। কিছুক্ষণ পর সাড়াশব্দ না পেয়ে টিনের ঘরের বেড়া কেটে কক্ষে ঢুকতেই সোহাগকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। এরপর দ্রুত নামিয়ে নেয়া হলেও ততক্ষণে তিনি মারা যান।
প্রতিবেশী পল্লী চিকিৎসক কামাল হোসেন জানান, সোহাগ এর আগেও দুবার বিষপান করেন। একবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হন।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।