সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সাবেক ছাত্র নেতা ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল শেখ বি.এ তার ফেসবুক আইডিতে খোলা পোষ্ট করেন, তাড়াশ সদর হসপিটালে নেই সরকারী একটা এ্যাম্বুলেন্স নাই এবং সেবার মানসর্বনিম্নে উল্লেখ করে লেখেন।
বিশেষ সূত্রে জানা যায়, তাড়াশ সদর হসপিটালে বিভিন্ন ভাবে তাড়াশ উপজেলাবাসীকে ভোগান্তী পোহাতে হচ্ছে যার অসংক্ষ্য পরিমান সাধারণ মানুষ চেয়ারম্যান বাবুল শেখের ফেসবুক আইডিতে কমেন্টের মাধ্যমে প্রকাশ করেছেন।
সরকারি এম্বুলেন্স থাকলেও সাধারণ মানুষের ভারার তুলোনায় বেশি টাকা দিতে হয় এমন অভিযোগ রয়েছে সাধারন মানুষের।
সেবার মান ভালো হবে কেমন করে সরেজমিনে দেখাযায় ডাক্তার কেবিনে ওয়ার্ডবয় বা, নার্স চেম্বারে ডাক্তারের কাম কি আর নার্স দিয়ে হয় এবিষয়ে অনেক জায়গায় জানালেও কোন প্রতিকার পায়নি তাড়াশ উপজেলার সাধারন মানুষ।
২০১৮ সালের শেষের দিকে আলোকিত নিউজ ২৪ অনুসন্ধানি নিউজে দেখা গেছে হাসপাতালের সরকারি বালিশ মেয়ের বাড়িতে পাঠাইছেন এক নার্স এবং হাসপাতালের ভিতরে নাইট গার্ড নেশার আখরা তৈরী করে ছিলো অনেক জায়গায় জানিয়ে কনো প্রতিকার পাওয়া যায় নাই।
সাবেক ছাত্র নেতা ও তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল শেখ বি.এর ফেসবুক আইডিতে কমেন্টের মাধ্যমে সাধারন মানুষ তুলে ধরছেন তাড়াশ উপজেলা হাসপাতালের অনেক গুনোগান যা উপর মহলের দৃষ্টিতে দেখা উচিত মনে করছেন সচেতন মহল।
তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল শেখ বিিএর মা অসুস্থ্য থাকার কারনে বক্তব্য পাওয়া যায় নাই।