দূর্ঘটনায় এক পা জাগায় কর্তন।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাশ ইউনিয়নের পাগলা বাজারে মটরসাইকেল দূর্ঘটনায় এক পা কর্তন হয়ে গেলো তুষারের।
যানাজায়, বিনসাড়া গ্রামের মোঃ ভুট্রু প্রামানিকের ছেলে মোঃ তুষার রহমান বেপরোয়া ভাবে গাড়ী চালিয়ে যেতই গতিবেগ কমাতেনা পেরে এই ঘটনার শিকার হয় তুষার।
প্রত্যক্ষদমীরা জানান বেপরোয়া ভাবে গাড়ী চালিয়ে যাচ্ছিল হুন্ডা আরোহী তুষার হটাৎ গাড়ীর নিয়ন্ত্রন হরিয়ে খাদে পরে যায় তুষার গাড়ীসহ আশে পাশের দোকানদার ও এলাকার মানুষ উদ্ধার করে তুষার কে কিন্ত তার এক পা কর্তন হয়ে যায়।
এ অবস্থায় তুষারের পরিবারে নিদারুন শোকের ছায়া নেমে আসছে যে তার পরিবারের সদস্যর কাছ থেকে কিছু জানা যায় নাই।