তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাড়াশ উপজেলার ১ নং তালম ইউনিয়নের জি আরের টাকা ৭৫০ পরিবারের হাতে ৫০০ টাকা করে তুলে দিলেন ১ নং তালোম ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্বাস উজ জামান।এসময় তার সাথে ছিলেন তালম ইউনিয়নের ৯ ওয়ার্ডের ইউপি সদস্য এবং সভাপতি সেক্রেটারি সহ সকল নেতা কর্মীর উপস্থিতে বিতরন করা হয় ৭৫০ পরিবারের মাঝে।
করোনা কালিন সময় ঈদের আগ মুহুর্তে ৫০০ টাকা হতে পেয়ে অনেক খুশি হয়েছেন কিছু কিছু পরিবারের মানুষ।
চেয়ারম্যান মো:আব্বাস-উজ জামান জি আরের ৫০০ টাকা করে হাতে তুলে দিয়ে বলেন ঈদের আনন্দের প্রথম সঙ্গী হবে সুরক্ষা মাস্ক এবং সঠিক ভাবে পরিধান করা বলে জানান, দৈনিক বাংলার আলো২৪ কে”