ঈদের বাকি আর মাত্র একদিন। করোনার সংক্রমণ বাড়লেও প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন মানুষ। ফলে সড়কে বেড়েছে যানজট। আর এ যানজটে আটকা পড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও।
চার ঘণ্টায় চন্দ্রা থেকে সাভার ডেইরি পর্যন্ত পৌঁছেছেন তিনি। ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেই।
ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে গাবতলী সেতু পর্যন্ত দীর্ঘ যানজট। এতে ঘরমুখো মানুষের সঙ্গে মন্ত্রীও আটকে পড়েছেন।
সোমবার রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি স্ট্যাটাসে বলেন, ‘চন্দ্রা আইসি ৭টা বাজে, এহন রাত প্রায় ১১টা। বায়ে চায়া দেহি সাভার ডেইরি ফার্ম! এটা হলো ড্রাইভারের কথা। সমস্যা হলো সেই গাড়ির যাত্রী আমি!!!! দোয়া চাই সকলের। আর উত্তরবঙ্গের যাত্রীদের আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া।