স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রোববার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সুবর্ণ অহংকারে স্বাস্থ্যবিধি মেনে জেলার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তারা বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রথমে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, এরপর জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, জেলা আওয়ামী লীগের পক্ষ ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসানসহ পর্যায়ক্রমে জেলার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক এবং সাধারণ মানুষ এসে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রাম পদ রায়, স্থানীয় সরকারের উপ-পরিচালক তোফাজ্জেল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক পান্না, এ্যাড. সেলিনা বেগম পান্না, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।
এর আগে দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে সূর্য উদয়ক্ষণে জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন,
পরে বেলা ১১টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজন শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Like this:
Like Loading...
Related