১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রত্যাবর্তন করেন তার ঠিক এক মাস পরেই ০৯ই ফেব্রুয়ারি রাষ্ট্রীয় ভ্রমণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া গভর্ণর হাউসে দুই রাত্রী ছিলেন।
নাটোর বঙ্গবন্ধুর এতোই ভালো লেগেছিল যে নাটোর কে দ্বিতীয় রাজধানী গড়ে তোলার তিনি একটা স্বপ্ন দেখেছিলেন।
১৯৭২ সালের ০৯ ই ফেব্রুয়ারি দিঘাপতিয়া গভর্ণর হাউসকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন। সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় সেজন্য অন্তত প্রতি শীতকালীন সময়ে মন্ত্রিপরিষদের একটি বৈঠক যাতে এখানে অনুষ্ঠিত হয় সেই ব্যবস্থা তিনি করে যায় এবং সেটা ২০০৮ সাল পর্যন্ত চলমান ছিল।
১৯৭৪ সালে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সহ সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাটোর উত্তরা গণভবনে বেশ কিছুদিন ছিলেন। এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উত্তরা গণভবনে বেশ কয়েকবার এসেছিলেন।
উত্তরা গণভবনের ৫০ বছর পূর্তি উদযাপন করা হোক এবং সেখানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যাতে উপস্থিত থাকে নাটোরবাসীর এটাই চাওয়া।