টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ছেলের বউকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শ্বশুরের নাম জাহাঙ্গীর মিয়া ওরফে মোহন।
বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহাঙ্গীর মিয়া নাগরপুর উপজেলার গয়হাটা গ্রামের মোকছেদ মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তার ছেলে কাতারে রয়েছেন।
জানা গেছে, এক বছর আগে বিয়ে করেন জাহাঙ্গীর মিয়ার কাতার প্রবাসী ছেলে। এরপর তিনি কাতারে চলে যান। ছেলে বিদেশ যাওয়ার পর পুত্রবধূর ওপর কুনজর পড়ে শ্বশুরের। বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন জাহাঙ্গীর।
১৬ জুলাই বিকেলে নিজ বাড়ির দক্ষিণ দুয়াড়ী চৌচালা টিনের ঘরে পুত্রবধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান শ্বশুর। এতে ব্যর্থ হয়ে পুত্রবধূকে মারধর করেন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। এ ঘটনায় গতকাল মঙ্গলবার নাগরপুর থানায় মামলা করেন ভুক্তভোগী পুত্রবধূর মা।
নাগরপুর থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।