(নিউজ ডেস্ক:) ঢাকা
সদ্য ঘোষিত ছাত্রদলের ঢাকা মহানগরের চার কমিটির নেতারা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ব্যাপক শো-ডাউন করেছেন।
শনিবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকে।
দুপুর ১২টার ঠিক কয়েক মিনিট আগেই ছাত্র দলের নেতাকর্মীরা মিছিল করে ফকিরেরপুলের দিকে চলে যায়। এ সময় এই সড়কের এক দিকে পুলিশ যানচলাচল বন্ধ করে দেয়।
ছাত্র দলের এই ধরনের কর্মসূচিতে ব্যাপক নেতাকর্মীর উপস্থিতির কারণে নয়া পল্টনের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সকাল সাড়ে ৯টায় থেকে। তারা ভিক্টোরিয়া হোটেলের সামনে লাইন ধরে অবস্থান নেয়।
ছাত্র দলের নেতাকর্মীরা চলে যাওয়ার পরপরই দুপুর ১২টার পর পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে যেসব কর্মীরা দাঁড়িয়ে ছিলো তাদের চলে যেতে বলে। পরে তারা চলে যায়।
গত ১৪ জুলাই ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্রদলের দুই সদস্য করে নতুন আহবায়ক কমিটির ঘোষণা দেয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল এই কমিটি অনুমোদন দেয়।
মহানগর দক্ষিণের আহ্বায়ক শাহ আলম (পাভেল শিকদার), সদস্য সচিব নিয়াজ মাহমুদ (নিলয়), উত্তরের আহ্বায়ক জসিম শিকদার রানা, সদস্য সচিব রুহুল আমিন সোহেল, পূর্বের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং পশ্চিমের মহসিন সিদ্দিকী রবি ও সদস্য আশরাফুল ইসলাম মামুনর নাম ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্র দল।