ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান বলেছেন, চলমান সকল প্রকার সরকারী সেবা জনগনের হাতে পৌছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। সেবা নিতে আসা মানুষের সাথে আমাদের সহনশীল আচরনের মাধ্যমে সহযোগীতা করা আমাদের নৈতিক দায়িত্ব।
সোমবার দুপুরে তিনি কালীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তা ও গনমাধ্যমকর্মিদের সাথে এক মতবিনিময় সভাতে এ কথাগুলো বলেন।
আইনশৃঙ্খলাসহ সরকারের যাবতীয় কার্যক্রম ও উপজেলার সার্বিক উন্নয়ন বিষয়ের উপর এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলাসহ সরকারের যাবতীয় কার্যক্রম ও উপজেলার সার্বিক উন্নয়ন বিষয়ের উপর এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃক্ষাশ্রম, সুপেয় পানির ব্যবস্থা ও নাগরিক ই-সেবা কেন্দ্রের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্ভোধন ঘোষনা করেন।
পরে তিনি ভুমি অফিসের সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়ে নানা দিক নির্দেশনা প্রদান করেন।
এরপর তিনি কালীগঞ্জ পৌরসভায় সৌজন্য সাক্ষাত শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে সকল দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গনমাধ্যম কর্মীদের অংশগ্রহনে এক মত বিনিময় সভাতে অংশ নেন।
কালীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে মতবিনিময় সভাতে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার, কালীগঞ্জ থানা
অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান শাহনাজ পারভিন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও সম্পাদক সাবজাল হোসেন প্রমূখ।
এ সভায় উপজেলার সকল দপ্তরের সার্বিক বিষয়ের উপর আলোচনায় অংশ নিয়ে উপজেলা প্রাসী সম্পদ কর্মকর্তা ডঃ আতিকুজ্জামান, কৃষি কর্মকর্তা মোহায়মেনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুধন পাল ও সমাজ সেবা কর্মকর্তা কৌশিক আহম্মেদ স্ব স্ব দপ্তরের উন্নয়নমূলকসহ সকল কর্মকান্ডের ওপর বিবরন প্রদান করেন।
সকলের বক্তব্য শুনে প্রধান অতিথি সন্তুষ্টি প্রকাশ করেন এবং আরও আন্তরিক হওয়ার ব্যাপারে বিশেষ নির্দেশনা প্রদান করেন।