কবি- নাটোরের ইমন
গভীর রাত!
ইমন আহমেদ রিয়াজ
অজস্র রঙিন স্বপ্ন বুকে নিয়ে, কত রাত কেটে যায় একা একা!
স্বপ্নগুলো ভেঙে যায় একের পর এক! কষ্টেরা বাসা বাঁধে প্রতিনিয়ত এই বুকে!
নীরব দু’চোখের জলে উষ্ণ শরীর ভিজে শীতল হয় প্রতিরাতে!
ফেলে আসা স্মৃতিগুলো এখনও, আড়াল থেকে উঁকি দেয় হৃদয়পটে!
জীবনের পাতা থেকে অতি আপন মানুষগুলো নিঃশব্দে দূরে, বহুদূরে হারিয়ে যায় দিনের পর দিন!
রাত গভীর থেকে গভীরতর হয়! তবুও যেন আমার স্বপ্ন দেখা শেষ হয় না কখনও!