নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলক্ষেতে লবণভর্তি ট্রাক থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান গোয়েন্দা বিভাগ। গতকাল শুক্রবার খিলক্ষেতের কুড়াতলী থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. বাচ্চু মিয়া ও মো. সুলতান মাহমুদ। তাঁরা সম্পর্কে দুলাভাই-শ্যালক।
অভিযানে নেতৃত্ব দেন ডিবি গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান। তিনি জানান, একটি লবণভর্তি ট্রাকে করে ইয়াবা আনা হচ্ছে এমন তথ্য পেয়ে কুড়াতলীতে চেকপোস্ট বসানো হয়। পরে ট্রাকটি আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরো জানান, বাচ্চু ও সুলতান দীর্ঘদিন ধরে বগুড়া জেলার