প্রত্যন্ত উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা থেমে নেই উন্নয়ন কাজে। এরই ধারাবাহিকতায় খানসামা উপজেলা সদরে অবস্হিত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ কাজ শেষ হওয়ার পর এবার চালু করার অনুমতি পেয়েছে।
হাসপাতাল টির ভিত্তি প্রস্তর স্হাপনের ২০১৮ খ্রীঃ শুভ উদ্বোধন করেছিলেন দিনাজপুরের কৃতি সন্তান সেই সময়ের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি। বর্তমান এম পি দিনাজপুর — ৪ খানসামা চিরিরবন্দর, সভাপতি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখে ছিলেন, সেই স্বপ্ন কে পুরন করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
মানুষের যে ৫ টি মৌলিক অধিকার / চাহিদা অন্য,বস্ত্র, বাসস্হান, চিকিৎসা, শিক্ষা, রয়েছে তারই অংশ হিসেবে খানসামা উপজেলা সদরে আরও একটি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করে চিকিৎসা সেবা চালুর অনুমতি দেওয়ায় খানসামা বাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ও আবুল হাসান মাহমুদ আলী এম,পি, সহ স্বাস্হ্য বিভাগ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এই হাসপাতাল টি চালু হলে খানসামা, জয়গন্জ,বাদশাবাজার,ভোবানি গন্জ, বাশুলি, বানগাঁ,টংগুয়া, রামকলা,গোবিন্দপুর, খামার বিষ্ণুগন্জ,হোসেনপুর, বীরগঞ্জের ,তুলশিপুর, সাহেবগন্জ,ঝারবারি, দেবিগন্জের সোনাহার এলাকা সহ লাখো মানুষের চিকিৎসা সেবার সুযোগ সৃষ্টি হবে।
আশুন সবাই মিলে উন্নয়নের ধারা কে বেগবান করার,কাজে নিয়োজিত হয়ে কাজ করি। বাংলাদেশ কে মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত করার লক্ষ্যে শেখ হাসিনা ও মাহমুদ আলীর হাতকে শক্তিশালী করে উন্নয়নশীল দেশ গরি