(কুষ্টিয়া জেলা) প্রতিনিধিঃ
নিষেধ অমান্য করে টেন্ডারে অংশ নেয়ায় প্রকাশ্য দিবালোকে ঠিকাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে মাস্ক পরা একদল সন্ত্রাসীর। এতে গুরুতর আহত হয়েছেন মোঃশহিদুর রহমান নামে প্রথম শ্রেণির ঠিকাদার।
হামলার শিকার মোঃ শহিদুর রহমান বলেন আমি প্রথম শ্রেণির ঠিকাদার বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করি কয়েক মাস আগে মিরপুর উপজেলায় সড়কের সাত কোটি টাকার একটি টেন্ডার ড্রপ করে ছিলাম। আমি টেন্ডারে অংশগ্রহণ করি টেন্ডারে অংশ নেয়ার আগে থেকেই আমাকে হুমকি দেয় আমি যেন এ কাজের সিডিউল উৎলন না করি। এছাড়া টেন্ডারে অংশ নেয়ার জন্য এলাকার কয়েকজন নেতা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছিল।
সে আরো বলেন, সোমবার দুপুরে ব্যক্তিগত কাজে কুষ্টিয়া শহরে আসছিলাম। রাইফেলস ক্লাব এলাকায় একটি দোকানে বসে চা পান করছিলাম ওই সময় ১০-১৫ জন ব্যক্তি হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাকে ঘিরে ধরে। তাদের বেশিরভাগের হাতে হাতুড়ি ও মুখে মাস্ক পড়া ছিল। তারা আমার ২ হাঁটুতে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করে। আমি বাঁচতে দৌড় দেই এরপর তারা আমাকে তাড়া করে শরীরের নানা জায়গায় পেটাতে থাকে আশপাশে লোকজন থাকলেও এগিয়ে আসেনি। আমার হাঁটু থেতলে গেছে পিঠে ও বুকে আঘাত লেগেছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম বলেন, হামলার ঘটনায় কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।